ফিচার

জাগো নিউজের ঈদ সংখ্যা এখন বাজারে

জাগো নিউজের ঈদ সংখ্যা-২০১৫ ভার্চুয়াল সংস্করণের পাশাপাশি এর প্রিন্ট সংস্করণ এখন বাজারেও পাওয়া যাচ্ছে। একই সঙ্গে পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপ রকমারি ডট কমে (www.rokomari.com/book/101886)।২০০ পৃষ্ঠার এই ঈদ সংখ্যার দাম মাত্র ১০০ টাকা। ঈদ সংখ্যার ভার্চুয়াল সংস্করণ পড়তে ক্লিক করুন -  www.jagonews24.com/eidঈদ সংখ্যা নিয়ে জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার জানান, বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোর মধ্যে জাগো নিউজ প্রথম একটি পূর্ণাঙ্গ ঈদ সংখ্যা প্রকাশ করছে। চাররঙা ২০০ পৃষ্ঠার এই ঈদ সংখ্যায় প্রচলিত ঈদ সংখ্যার সবকিছুই রয়েছে।সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ জানান, এই ঈদ সংখ্যা ঈদে পাঠকের বাড়তি আনন্দ যোগাবে। সবমিলিয়ে সংগ্রহে রাখার মতো একটি প্রকাশনা তৈরি করতে চেষ্টা করেছি।রকমারির বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা কাজী কাওসার জানিয়েছেন, আপনি দেশের যে প্রান্তেই থাকুন না ঘরে বসেই রকমারির মাধ্যমে আপনি এই ঈদ সংখ্যা পেতে পারেন। অর্ডার দেওয়ার ২ থেকে ১০ কার্যদিবসের মধ্যে যা অাপনার হাতে পৌঁছে যাবে।জাগো নিউজের ঈদ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন আবুল মোমেন, ড. আতিউর রহমান, মমমতাজউদ্দীন পাটোয়ারী, ড. মিল্টন বিশ্বাস, ড. একেএম শাহনাওয়াজ। গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, নাসরীন মুস্তাফা, স্বকৃত নোমান, শাহনাজ নাসরীন। রয়েছে তথ্যপ্রযুক্তিবিদ ও লেখক মোস্তাফা জব্বারের উপন্যাস সুবর্ণ শেকড়। শিক্ষার নানা দিক নিয়ে কথা বলেছেন আ আ ম স আরেফিন সিদ্দিক। নিবন্ধ লিখেছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রভাষ আমিন। আতর আলি ও শিল্প পাঠের উপাখ্যান লিখেছেন লুৎফর রহমান।এছাড়াও রয়েছে নবীন-প্রবীণ কবিদের একগুচ্ছ কবিতা। এরমধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, নাসির আহমেদ, খালেদ হোসাইন, হারিসুল হক, টোকন ঠাকুর, রায়হান রাইন, শামীম রেজা, হাসান  মাহমুদ, মাহবুব কবির, সাখাওয়াত টিপু, সালাম সাকলাইন, কনকচাঁপা, শাহেদ কায়েস, সাকিরা পারভীন, জিনাত জাহান খান, হাবীবাহ নাসরীন ও সাবেরা তাবাসসুম। আত্মজৈবনিক সাক্ষাৎকারে অজানা অনেক কথা শুনিয়েছেন শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।নৃ-গোষ্ঠী, হারানো পেশা ও ক্রীড়া বিষয়ে লিখেছেন সাইমন জাকারিয়া, প্রশান্ত মৃধা ও নাজমুল হক তপন। বিনোদন বিভাগে তারকাদের ঈদ ভাবনায় রয়েছে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিয়াজ, অপি করিম, পপি, জাকিয়া বারী মম, বাঁধন, নওশাবা, সুজানা, মাহিয়া মাহি, সাইমন সাদিক, মৌসুমী হামিদ, পরীমনি ও আঁচলের কথা।প্রিয় হুমায়ূন আহমেদকে নিয়ে লিখেছেন লিমন আহমেদ। আর বাংলাদেশের চলচ্চিত্রের নানা দিক নিয়ে কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।এছাড়া রয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীলের সাক্ষাৎকার, স্বাস্থ্য পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. এম এ সামাদ, ঈদের সাজ, স্মৃতি, রান্না, ভ্রমণসহ নানা আয়োজন।এএ

Advertisement