অক্টোবরেই আগাম নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন জাপানের প্রধানন্ত্রী শিনজো আবে। যত তাড়াতাড়ি সম্ভব আগামী মাসেই আগাম নির্বাচন দেয়ার বিষয়টি বিবেচনা করছেন আবে। রোববার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
Advertisement
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে প্রায় তলানিতে ঠেকে যাওয়া আবের জনপ্রিয়তা পুনরায় বাড়তে শুরু করেছে। কিছু কিছু ক্ষেত্রে আবের জনপ্রিয়তা ৫০ শতাংশেও উঠে এসেছে।
ক্ষমতাসীন দলের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আগামী মাসেই আগাম নির্বাচনের বিষয়ে কথা বলেছেন শিনজো অাবে। আগামী ২২ অক্টোবর আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, আগামী নভেম্বরে জাপানে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুলাই মাসের এক জরিপের ফলাফলে দেখা গেছে, আবের জনপ্রিয়তা ৩০ শতাংশ কমে গেছে।
Advertisement
কিন্তু উত্তর কোরিয়াকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যুতে আবের অবস্থান তার জনপ্রিয়তা আবার বাড়িয়ে দিয়েছে। আর সেই সুযোগেই আগাম নির্বাচনে সম্মতি জানালেন তিনি।
টিটিএন/এমএস