শিক্ষা

নবীন শিক্ষার্থীদের বরণ করলো মহিলা কলেজ চট্টগ্রাম

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করলো মহিলা কলেজ চট্টগ্রাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের এনায়েত বাজার কলেজ ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

Advertisement

মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও মহিলা কলেজ চট্টগ্রামের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও মহিলা কলেজ চট্টগ্রামের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো. শাহ আলম এবং মহিলা কলেজ চট্টগ্রামের গভর্নিং বডির দাতা সদস্য মোহাম্মদ রাশেদ আলী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবীন শিক্ষার্থীদের ধৈর্য ও সাহসের সঙ্গে সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। তিনি দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করে আগামী দিনে যথাযথ নৈতিক শিক্ষার মাধ্যমে দেশ গড়ার আহ্বান আনান। শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সংস্কারের জন্য বর্তমান সরকারের প্রতি দাবি জানান। তিনি চট্টগ্রাম অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে মহিলা কলেজ চট্টগ্রামের অবদানের প্রশংসা করে ছাত্রীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করেন।

বিশেষ অতিথি উপ-উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ক্লাসরুমমুখী হবে, আগামীর বাংলাদেশের দায়িত্ব নেবে। তিনি আগামী দিনে মেধাবী ও সৃজনশীল ছাত্রীদের বিভিন্ন বৃত্তি ও সহায়তার যোষণা দিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি কলেজের শিক্ষকদের মেধা ও পেশাগত দক্ষতার প্রশংসা করে ভবিষ্যতে এই কলেজ সবার সার্বিক সহযোগিতায় একটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

অধ্যাপক শাহ্‌ আলম ফ্যাসিবাদবিরোধী বিপ্লবে শিক্ষার্থীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সব অন্যায়-অনিয়ম দূরীভূত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য সবার প্রশংসা করেন এবং নবীন ছাত্রীদের প্রযুক্তির অপব্যবহার পরিহার করে পড়াশোনায় মনোযোগী হয়ে কলেজের সুনাম উত্তরোত্তর বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।

জেএইচ/এএসএম

Advertisement