অস্বাস্থ্যকর পরিবেশে ও অতিরিক্ত মূল্যে মাছ-মাংস বিক্রির অপরাধে সাত ব্যবসায়ীকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ থানাধীন হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৩। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৩, সিপিসি-২-এর মেজর মো. রাহাত হারুন খান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি জানান, হাতিরপুল কাঁচাবাজারে চারটি মুরগির, দুটি মাছের ও একটি গরুর মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাবুল মিয়া (৫৯), শীপন (৩৬), শাহাদত হোসেন (২৫), শাফায়েত হোসেন স্বপন (২০), সাইফুল মোল্লা (২৮), জাফর ইকবাল (৪৭) ও সুমন মিয়াকে (৪০) জরিমানা করা হয়েছে। প্রথমে তাদের র্যাব আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে। পরে জরিমানার টাকা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশে ও অতিরিক্ত মূল্যে মাছ-মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক আটকদের এই জরিমানা করা হয়।
Advertisement
জেইউ/জেডএ/এমএস