জাতীয়

রাজধানীতে ৩১০০ টেলিফোন-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াসার উন্নয়নকাজের জন্য ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তিন হাজার ১০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Advertisement

ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা, বনশ্রী, গোড়ান ও নন্দীপাড়া, খিলগাঁও বি ব্লক, কাকরাইল, ফকিরাপুল, সিদ্ধেশ্বরী ও সায়েদাবাদ এলাকায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

এর মধ্যে খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি, বনশ্রীতে ৬৫টি, গোড়ান ও ন্দনীপাড়ায় ২১০টি ও খিলগাঁও বি ব্লকে ১৫০টি লাইন বিচ্ছিন্ন পড়েছে। এছাড়া কারকারাইলে ৭৬০টি, শান্তিনগরে ৬৮০টি, ফকিরাপুলে ৪৮০টি, সিদ্ধেশ্বরীতে ৩০০টি, মগবাজারে ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন হয়েছে।

এসব টেলিফোন ও ইন্টারনেট লাইনে পুনঃসংযোগ দিতে ইতোমধ্যে বিটিসিএল কাজ শুরু করেছে। দ্রুতই পুনরায় সংযোগ দেওয়া হবে জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

Advertisement

এএস/এসআর/আরআইপি