জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কত বড় স্পর্ধা, বলে মন্দির সরালে মসজিদও সরাতে হবে। এ কথার মাধ্যমে বোঝা যায় আমরা কোথায় যাচ্ছি।
Advertisement
মঙ্গলবার সন্ধায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সম্মিলিত জাতীয় জোটের এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, রমজানের রহমতের ১০ দিন শেষ হয়ে গেছে। আল্লাহ মনে হয় আমাদের মোনাজাত কবুল করেন নাই। রহমত বর্ষণ করেন নাই। খবরের কাগজ পড়লে দেখি খুন,ধর্ষণ, গুম, বাড়ি ছাড়া, জমি দখল। কোন দেশে বাস করি। এর পরিবর্তন আনতে হবে। আমরা এর পরিবর্তন আনব।
এরশাদ বলেন, ‘আরেকটা বিষয়, খবরের কাগজে পড়ি মৌলবাদ আর সাম্প্রদায়িকতা। আমি এর অর্থ বুঝি না। আমরা মুসলমান, ইসলামের কথা বলি।এ কথাও বলে থাকে মন্দির সরানো হলে মসজিদও সরাতে হবে। এত বড় স্পর্ধা, এটা বলতে পারে। আমরা কোথায় গেছি। কোথায় তলিয়ে যাচ্ছি, এ কথার মাধ্যমে বুঝতে পারি।
তিনি বলেন, আজকে প্রতিশ্রুতি হোক আমরা এ অরাজকতা থেকে দুঃশাসন থেকে দেশকে রক্ষা করব। এটাই হোক এ জোটের প্রতিশ্রুতি। মানুষের বাড়ি-ঘর, জানমাল রক্ষা করব। দেশে সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের সাহায্য করে।
Advertisement
জাপা দফতর সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সেলিম উদ্দিন এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, একে এম আশরাফুজ্জামান খান প্রমুখ।
ইফতার পার্টিতে বক্তব্য রাখেন জোটের শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় পার্টির মহাসচিব ও জোটের মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ এর মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান।
এইউএ/ওআর/পিআর
Advertisement