জাতীয়

নারায়ণগঞ্জে পেপার মিলে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের মেঘনায় একটি পেপার মিলে কাগজের ভারী মন্ডোর চাপায় মো. নাজমুল হাসান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নাজমুল হাসানের সহকর্মী মো. নাজমুল বলেন, আমরা এখানে একটি পেপার মিলে চাকরি করি। সকালে কাগজের মন্ড এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম। ওই সময় নাজমুল সামনে পড়ে ওই মন্ডোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নাজমুল কুমিল্লা জেলার দেবিদার থানার অনন্তপুর গ্রামের প্রয়াত সিরাজুল ইসলামের সন্তান। তিনি এই পেপার মিলেই থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

কাজী আল আমিন/ এমআইএইচএস/জিকেএস