ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও লাভ রোড ক্রসিং থেকে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে অধিকাংশ যানবাহন। এতে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজট। এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং থেকে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে।
আরও পড়ুন তিনটির বেশি মামলা থাকলে এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ গাড়িতেজগাঁও-লাভ রোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।
Advertisement
এতে আরও বলা হয়, এ অবস্থায় লাভ রোড ক্রসিং থেকে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হলো।
টিটি/এমএএইচ/জিকেএস