সাহিত্য

ঈদে তিন তরুণ কবির কাব্যগ্রন্থ

ঈদুল ফিতর মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। বাংলাদেশে ঈদ উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন আচার-অনুষ্ঠানও। মুক্তি পায় সিনেমা, নাটক ইত্যাদি। তারই ধারাবাহিকতায় এবার আসছে ঈদে তিন তরুণ কবির তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে।

Advertisement

ঈদ উপলক্ষ্যে কবি সাইয়েদ জামিলের ‘ইবনে সিনার হৃৎপিণ্ড’, জব্বার আল নাঈমের ‘এসেছি মিথ্যা বলতে’ এবং রাসেল রায়হানের ‘তৃতীয় অশ্বারোহী’ নামের কাব্যগ্রন্থ তিনটি প্রকাশিত হচ্ছে। এর মধ্যে ‘তৃতীয় অশ্বারোহী’ প্রকাশ করছে প্লাটফর্ম প্রকাশনী। অন্য দুটি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী।

প্রকাশনা সংস্থা দু’টি জানায়, তিনটি কাব্যগ্রন্থই অগ্রিম কেনার সুযোগ রয়েছে। কবিতাপ্রেমী যে কেউ বিকাশের মাধ্যমে কিনতে পারবেন বইগুলো।

এসইউ/জেআইএম

Advertisement