নেপালে দুই দশক পরে স্থানীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে। এই নির্বাচনে প্রায় ৪৯ লাখ ভোটার ভোট দেবেন। স্থানীয় সময় সকাল সাতটায় তিনটি প্রদেশে ভোট শুরু হয়েছে।
Advertisement
২৮৩টি স্থানীয় পৌরসভায় মেয়র, উপমেয়র, ওয়ার্ড চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য পদে ভোট চলছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৭৮ প্রার্থী।
৩, ৪ এবং ৬ নং প্রদেশে প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হচ্ছে। ১৪ জুন দ্বিতীয় রাউন্ডের ভোট হবে ১, ২, ৫ এবং ৭ নং প্রদেশে।
১৯৯৭ সালে দেশটিতে সর্বশেষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আর দেশটিতে স্থানীয় নির্বাচন হয়নি।
Advertisement
প্রধানমন্ত্রী প্রচান্ডা শনিবার এক বিবৃতিতে ভোটারদের নিজেদের অধিকার নিশ্চিতে ভোটে অংশ নিয়ে যোগ্য নেতৃত্বকে জয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই ঐতিহাসিক ভোটে স্থানীয় নির্বাচনে ভোটারদের সার্বভৌম অধিকার নিশ্চিত করতে ভোটদানের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রে মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের সার্বভৌম অধিকার ব্যবহার করতে পারে।’
টিটিএন/এমএস
Advertisement