খেলাধুলা

প্রথম সেঞ্চুরি বলেই বাড়তি আনন্দ শান্তর

প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি আছে চারটা। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও করেছেন সেঞ্চুরি। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে এবারই প্রথম। আর তাই আনন্দটা একটু বেশিই আবাহনী লিমিটেডের অন্যতম সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। একই সঙ্গে ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করতে পারার তৃপ্তিটাও ফুটে উঠেছে তার চোখে-মুখে।

Advertisement

সোমবার বিকেএসপিতে আবাহনীর ম্যাচ শেষে নিজের সেঞ্চুরি নিয়ে শান্ত বলেন, ‘লিস্ট এ ক্রিকেটে এটা আমার প্রথম সেঞ্চুরি। তাই অনেক বেশি ভাল লাগছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুবই উপযোগী ছিল।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইতোমধ্যে টেস্টে অভিষেক হয়ে গেছে শান্তর। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে খেলেছেন একটি ম্যাচ। তবে প্রিয় সংস্করণ ওয়ানডেতে এখনও স্বপ্নটা পূরণ হয়নি তার। ওয়ানডেতে খেলার ইচ্ছে থাকলেও আপাতত এ নিয়ে ভাবছেন না শান্ত, ‘যেহেতু টেস্ট ম্যাচ একটা খেলেছি সেহেতু ইচ্ছা তো অবশ্যই আছে। প্রিমিয়ার লিগে শুরু হয়েছে ভাল, এটা ধরে রাখতে পারলে সামনে আরও ভাল কিছু হবে।’

আগামী ২৬ এপ্রিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন ট্রফি খেলতে উড়ে যাবে বাংলাদেশ জাতীয় দল। তাই এরপর জাতীয় দলের খেলোয়াড়দের পাবে না ক্লবাগুলো। তাই বাধ্য হয়েই বাড়তি দায়িত্ব কাঁধে উঠবে শান্তর মত তরুণদের। তবে দায়িত্বটা সাদরেই গ্রহণ করতে প্রস্তুত এ নবীন, ‘চেষ্টা করি সবসময়ই দায়িত্ব নিয়ে ব্যাট করার। দলের অবস্থা যখন যেমন থাকে সেই অনুযায়ী ব্যাট করতে চাই।’

Advertisement

আরটি/আইএইচএস/আরআইপি