দেশজুড়ে

বান্দরবানে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে বলাৎকারের ঘটনায় মো. ওসমান (৪১) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন। মো.ওসমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান রাজারমাঠ থেকে স্টেডিয়াম এলাকার বাসায় যেতে রিকশায় উঠেন এক কিশোর। রিকশাটি ফায়ারসার্ভিস এলাকায় পৌঁছালে চালক ওই কিশোরটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে ওই এলাকার গিরিছায়া গার্ডেন রিসোর্টের ভিতরে নিয়ে যান। সেখানে তাকে বলৎকার করে। পরে তার কান্নায় স্থানীয়রা এগিয়ে এলে ওসমান পালিয়ে যান। পরে বান্দরবান বাজারের ওয়ালটন মোড় এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। আদালতে সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আজ অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

Advertisement

নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস