রাজনীতি

মানুষের স্বার্থ পরিপন্থি কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা: যুবদল

সংগঠনের কোনো নেতাকর্মী সন্ত্রাসী কিংবা মানুষের স্বার্থ পরিপন্থি কাজের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেবে জাতীয়তাবাদী যুবদল।

Advertisement

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগঠনের এই সিদ্ধান্ত ঘোষণা দেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাষায় জানিয়ে দিতে চায়, কোনো ব্যক্তি বা গোষ্ঠি সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যেন কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে।

‘জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক থেকে শুরু করে যে কোনো ওয়ার্ডের কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে একটি আমরা বার্তা আমরা পৌঁছে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থি কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলে দল তাদের কোনো ছাড় দেবে না।’

Advertisement

আরও পড়ু্ন

ছাত্রদল-ছাত্র ইউনিয়নের বিবৃতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ: শিবির ছাত্রশিবির মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করায় ছাত্রদলের নিন্দা সরকার লক্ষ্য থেকে ‘কিছুটা হলেও বিচ্যুত’: তারেক রহমান

তিনি আরও বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় এরই মধ্যে ঘোষণা করেছেন… আমরা এই বার্তাটি গণমাধ্যমের মাধ্যমে যুবদলের সব নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই

সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ব্যাখ্যা করে যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের প্রেক্ষাপটে যুবদল কেন্দ্রীয় কমিটির এরই মধ্যে সারাদেশে প্রায় ৬০ জনের মতো যুবদল নেতাকে শোকজ এবং প্রায় ১৪০ জনের মতো নেতাকে বহিষ্কার করা হয়েছে। এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে।

‘গত ২২ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল (রোববার) তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।’

Advertisement

তিনি বলেন, অতীতে আমরা লক্ষ্য করেছি দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করতো, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তো তাহলে যেসব দল সন্ত্রাসীদের আড়াল করার জন্য, অস্বীকার করার জন্য এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিলো। অর্থাৎ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা, অন্যায়কে অস্বীকার করা। প্রকারান্তে অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হতো।

‘আমরা বলতে চাই, এরই মধ্যে যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল… আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই, আমরা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি… কোথাও শোকজ করেছি, কোথাও তাদের আমরা বহিষ্কার করেছি, কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি। সর্বশেষ মনে হয়েছে তাকে (জাহাঙ্গীর আলম) শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয় এই কারণে আমরা গতকাল তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি, তাকে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেফতারের পরে তার বিরুদ্ধে যেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছি।

সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।

কেএইচ/এমআরএম/এমএস