আগের ম্যাচে করেছিলেন ২৫, এবার ২৪। তানজিদ হাসান তামিম যেন তার ভালো শুরুটা কিছুতেই ধরে রাখতে পারছেন না। পারছেন না ইনিংস বড় করতে।
Advertisement
রাওয়ালপিন্ডিতে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংটয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুরুটা খুব খারাপ হয়নি। ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন এই দুজন। এরপরই তানজিদ তামিমের থেমে যাওয়া। গ্লেন ফিলিপসকে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ হন এই ওপেনার। ১ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন বল সমান ২৪।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৫১। শান্ত ২০ আর মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত আছেন।
Advertisement
এমএমআর/জিকেএস