ক্যাম্পাস

কুয়েট উপাচার্যকে লাঞ্ছনার ঘটনায় জাবি উপাচার্যের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

Advertisement

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘটনার নিন্দা জানিয়ে এতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মনে করেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা ফৌজদারি অপরাধ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপাচার্যরা অভ্যুত্থানের চেতনা ধারণ ও তা বাস্তবায়নে যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সে সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।

গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

Advertisement

সৈকত ইসলাম/এসআর/জিকেএস