খেলাধুলা

ইমতিয়াজের ব্যাটে জয় পেল দোলেশ্বর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ইমতিয়াজ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে গতবারের রানার্স আপরা।

Advertisement

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার ব্রাদার্সের দেওয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন ও আব্দুল মজিদের ব্যাটে চড়ে ৮৭ রানের ওপেনিং জুটি পায় তারা। তবে ৪৫ রান করে মজিদ ফিরে গেলেও দারুণ ব্যাটিং করেন ইমতিয়াজ।

মজিদের বিদায়ের পর একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম দোলেশ্বর। তবে একপ্রান্তে দারুণ ব্যাটিং করেন ইমতিয়াজ। তবে দুর্ভাগ্য তার। নার্ভাস নাইন্টিজের স্বীকার হয়ে আসার আগে খেলেন ৯৯ রানের ইনিংস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও দলের জন্য কাজের কাজটি করে যান তিনি। তার ব্যাটে চড়েই ৯ বল বাকি থাকতে চার উইকেটের জয় পায় বর্তমান রানার্স আপরা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় ব্রাদার্স। দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকীর হাফসেঞ্চুরিতে ১১৩ রানের বড় সংগ্রহ আসে ওপেনিং জুটিতে। তবে পর পর দুই বলে দুটি উইকেট নিয়ে খেলা জমিয়ে দেন দোলেশ্বরের শরিফুল্লাহ। এরপর মাইশুকুর রহমানকে নিয়ে আরও ৬৭ রানের জুটি উপহার দেন জুনায়েদ।

Advertisement

দলীয় ১৮০ রানে জুনায়েদের বিদায়ের পর উইকেট পতনের মিছিলে যোগ দেয় ব্রাদার্স। ফলে দলের পক্ষে ৬৬ রান যোগ করতে ৭টি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রানে থামে তাদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন জুনায়েদ সিদ্দিকী। ১১৫ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংসটি সাজান তিনি। ৮০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন মিজানুর। এছাড়া ৫৬ বলে ৪৭ রান করেন মাইশুকুর। শেখ জামালের পক্ষে ৪৫ রানে ৪টি উইকেট পান আরাফাত সানি।

আরটি/আইএইচএস/পিআর

Advertisement