খেলাধুলা

আরও ৯০০ গোল করবেন নেইমার!

মেসির অনুপস্থিতিতে আন্দালুসিয়ায় গ্রানাডার বিপক্ষে কেমন করবে বার্সেলোনা? এমন শঙ্কা ছিল কাতালান ক্লাবটির সমর্থকদের মনে। কিন্তু ম্যাচ মাঠে গড়োনোর পর সব শঙ্কা দুর হয়ে গেলো। নেইমার আর সুয়ারেজের যুগলবন্দীতে স্বাগতিকদের বিধ্বস্ত করে ছাড়লো বার্সা। ৪-১ গোলে ম্যাচ জিতেই তবে তারা ফিরেছে ন্যু ক্যাম্পে।

Advertisement

এই ম্যাচেই দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন নেইমার। বার্সার হয়ে শততম গোলটি এলো তার এই ম্যাচেই। ১৭৭ ম্যাচ খেলে ১০০ গোল করলেন বার্সার ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে নেইমারে মুগ্ধ বার্সা কোচ লুইস এনরিকে। শুধু মুগ্ধতাই নয়, কিছু ভবিষ্যদ্বাণীও করে রাখলেন নিজের প্রিয় শিষ্য সম্পর্কে। এনরিকের আশা, নেইমার ক্যারিয়ারে আরও ৯০০ গোল করবেন। মাত্র তো তার ক্যারিয়ার শুরু।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সায় এসে যোগ দেন নেইমার। এরপর প্রথম মৌসুমে খুব বেশি গোল পাননি নেইমার। তবে পরের দুই মৌসুমে প্রত্যাশা পূরণ করতে পেরেছিলেন। এবারও নেইমারের গোলের সংখ্যা কম; কিন্তু মাঠে তার উপস্থিতি, খেলা তৈরি এবং গোল তৈরির মূল কারিগর হিসেবেই দায়িত্ব পালন করছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

গ্রানাডার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে এসে বার্সার হয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নেইমার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘প্রতিপক্ষের ডিফেন্সের জন্য সব সময়ই তিনি খুব ভারসাম্যহীন এক ফুটবলার। বার্সা যে তার মত ফুটবলারকে দলে নিয়েছে, এটা ছিল তাদের জন্য একটি সেরা সিদ্ধান্ত।’

Advertisement

আরও ৯০০ গোল করা নিয়ে এনরিকে মন্তব্য করেন, ‘আমার প্রত্যাশা নেইমার আরও ৯০০ গোল করবে। সুতরাং, আমরা প্রত্যাশা করতে পারি, নেইমার বার্সার হয়ে আরও অনেক বছর খেলে যাবেন।’

বার্সার পারফরম্যান্সেও খুব খুশি এনরিকে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর খেলাটা সব সময়ই থাকে স্পেশাল। আমাদের অনেক ফুটবলারই ছিল, যারা আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল খেলে এসেছে এবং অনেক ক্লান্ত। তবুও আমরা দারুণ ফুটবল খেলেছি। তারওপর ছিল অ্যাওয়ে ম্যাচ।’

আইএইচএস/এমএস

Advertisement