বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন না লাসিথ মালিঙ্গা। কিছুটা ইনজুরি শঙ্কা থাকায় মালিঙ্গাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পেস আক্রমণে শক্তি বাড়াতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে তারকা এই বোলারকে অন্তর্ভুক্ত করেছেন লঙ্কান নির্বাচকরা। লঙ্কানদের নেতৃত্বে থাকছেন উপুল থারাঙ্গা।
Advertisement
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট করেছেন কুশল মেন্ডিস। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নেই এই লঙ্কান ব্যাটসম্যান। অন্য দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) মনোযোগী হতেই টি-টোয়েন্টি মেন্ডিসকে দলে রাখা হয়নি। লঙ্কানদের প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া জানিয়েছেন এমনটাই।
প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার। ভেন্যু- কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। একই মাঠে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাওয়ারা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, শিহান জয়সুরিয়া, সান্দান ভিরাক্কোদি (স্ট্যান্ড বাই)।
Advertisement
এনইউ/পিআর