ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবি বানাতে যাচ্ছেন। ছবির নাম ঠিক করা হয়েছে ‘সুতানটী’। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দ বাজারকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান সৃজিত।তিনি আরো জানালেন, নটী বিনোদিনীকে নিয়ে নির্মিত এই ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন চার আবেদনময়ী অভিনেত্রী। তারা হলেন রানি মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কঙ্কণা সেন শর্মা ও পাওলি দাম।এখানে দেখানো হবে নটী বিনোদিনীর সময়কালের সঙ্গে বর্তমান সময়ের মিশেলের গল্প। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সৃজিত বলেন, ‘আমি ‘অটোগ্রাফ’ লেখার আগেই একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। নাম ছিল ‘নটীবিনোদিনী’। এটা ছিল এমন একটা গল্প যেখানে আজকের সময়ের পথ নাটক করা এক নারীর সঙ্গে মিল পাওয়া যায় নটী বিনোদিনীর জীবনের। এই ফর্মটা আমি ‘জাতিস্মর’ সিনেমায় ব্যবহার করেছি। তবে তখন ছবিটি বানাতে চাইনি কারণ ‘আবহমান’ যে ‘ফিল্ম উইদিন অ্যা ফিল্ম’ এ ঋতুপর্ণ ঘোষ কিন্তু ‘নটী বিনোদিনী’ই বানিয়েছিলেন। একই বিষয় হয়ে যাচ্ছে বলে আর এগোইনি। তবে এবার আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই।’তিনি আরও বলেন, ‘নটী বিনোদিনীর জীবনটা আমার কাছে ফ্যাসিনেটিং। এক দিকে গিরিশ ঘোষ, অন্য দিকে শ্রীরামকৃষ্ণ, পরতে পরতে ড্রামা। তবে আমার সব ছবির মতো এই ছবিতেও সমসাময়িক একটা দিক থাকবে।’আর চার নায়িকা নিয়ে বলেন, ‘আমি চাইছি রানি মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কঙ্কণা সেন শর্মা ও পাওলি দামকে নিয়েই ছবিটি করতে। কারণ এই চারজনই বেশ আবেদনময়ী এবং সুুঅভিনেত্রীও। শেষ পর্যন্ত কী হবে জানি না।’পরিকল্পনার কথা জানালেও জুন মাসে ‘কাকাবাবু’, অক্টোবরে অন্য আরও একটি সিনেমার কাজ শুরু করতে হবে সৃজিতকে। এরপর আগামী বছরের গোড়ার দিকে শুরু হবে ‘সুতানটী’র শুটিং হবে কলকাতায়। তবুও প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমেই চলছে।প্রসঙ্গত, আঠারো শতকের শেষদিকে কলকাতাভিত্তিক মঞ্চনাট্যচর্চায় আর্বিভূত হন নটী বিনোদিনী। অভিনয় ও গ্ল্যামারের জন্য আলোচনায় ছিলেন দীর্ঘদিন। এমনকি এখনও পর্যন্ত তাকে নিয়ে চর্চা হয়। তাকে নিয়ে সিনেমা, নাটক, তথ্যচিত্র নির্মিত হয়েছে। লেখা হয়েছে বই ও প্রবন্ধ।এলএ/আরআই
Advertisement