অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে তৃতীয় বারের মতো শিরোপা জিতলো পার্থ স্কোরচার্স। ফাইনালে সিডনি সিক্সার্সকে তারা হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এর আগে ২০১৪ ও ২০১৫ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।পার্থে টস হেরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে সিডনি। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান করেছেন ব্রাড হ্যাডিন। এছাড়া ২৫ বলে ৩২ রান করেছেন জোহান বোথা, আর ২২ বলে ২১ রান করেছেন অধিনায়ক হ্যানরিকস। পার্থের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন টিম ব্রেসনান ও রিচার্ডসন। আর একটি উইকেট নিয়েছেন পেসার মিচেল জনসন।সিডনির দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় পার্থ। ওপেনার মাইকেল ক্লিগনার ব্যাটে ঝড় তুলে ৪৯ বল খেলে করেন দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান। আরেক ওপেনার স্যাম হোয়াইটম্যান ২১ বলে করেন ৪১ রান।এমআর/এমএস
Advertisement