তথ্যপ্রযুক্তি

বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন?

বৃষ্টির সময় রাস্তায় পানি জমে থাকলে, বাইকের সাইলেন্সার নিমজ্জিত হতে পারে। সাধারণত বাইকের সাইলেন্সার একটু উপরের দিকে ঘোরানো থাকে, যাতে পানি সরাসরি না ঢোকে। তবে যদি জমে থাকা পানির উচ্চতা সাইলেন্সারের মুখের উপরে চলে যায়, বিশেষ করে যদি বাইক দীর্ঘক্ষণ সেখানে থেমে থাকে বা ধীরগতিতে চলে, তাহলে পানি ঢোকার সম্ভাবনা থাকে।

Advertisement

সাইলেন্সারে পানি ঢুকলে কী কী সমস্যা হতে পারে আসুন আগে জেনে নেই-

ইঞ্জিন স্টার্ট না হওয়াপানি এক্সহস্ট সিস্টেমে ঢুকে গেলে এক্সহস্ট গ্যাস বের হতে বাধা পায়, ফলে ইঞ্জিন স্টার্ট নাও নিতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে।

ইঞ্জিনের ক্ষতিযদি পানি সাইলেন্সার হয়ে এক্সহস্ট ভালভ দিয়ে ইঞ্জিন চেম্বারে চলে আসে, তবে হাইড্রোলিক লক হতে পারে, যা ইঞ্জিনের বড় ক্ষতির কারণ হতে পারে।

জং ধরার সম্ভাবনাসাইলেন্সারের ভিতরে পানি জমে থাকলে ধীরে ধীরে ভিতরে জং ধরতে পারে, ফলে এক্সহস্ট পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং ছিদ্র হয়ে যেতে পারে।

Advertisement

অস্বাভাবিক শব্দ ও পারফরম্যান্সে প্রভাবপানি জমে থাকলে এক্সহস্ট থেকে অস্বাভাবিক শব্দ আসতে পারে এবং বাইকের পারফরম্যান্স কমে যেতে পারে।

পানি ঢুকেছে কি না বোঝার উপায় হচ্ছে-বাইক চালানোর সময় বা স্টার্ট করার সময় এক্সহস্ট থেকে গার্গল বা চিপচিপে শব্দ আসা। ধোঁয়া খুব বেশি বা অস্বাভাবিক রঙের (সাদা ধোঁয়া কিংবা পানি বাষ্প) হওয়া। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা স্টার্ট না নেওয়া।

এবার আসুন জেনে নেওয়া যাক সাইলেন্সারে পানি ঢুকে গেলে কী করবেন-

>> যদি সন্দেহ হয় পানি ঢুকেছে, ইঞ্জিন জোর করে স্টার্ট করার চেষ্টা করবেন না।

>> সাইলেন্সার উপরে কাত করে পানি বের করুন। বাইকের সামনে বা পেছনের চাকা একটু উপরে তুলে সাইলেন্সার মুখ নিচের দিকে নামিয়ে দিন যাতে পানি বের হয়ে আসে।

Advertisement

>> সাইলেন্সার খুলে পরিস্কার করুন। সাইলেন্সার খুলে ফেলে শুকিয়ে নিন বা মেকানিকের সাহায্যে ভিতরের পানি বের করে ফেলার ব্যবস্থা করুন।

>> বাইকের ইঞ্জিন অয়েল চেক করুন। যদি পানি ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ইঞ্জিন অয়েলে পানির চিহ্ন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে অয়েল চেঞ্জ করা জরুরি।

>> যদি আপনি নিশ্চিত না হন কী পরিমাণ পানি ঢুকেছে, তাহলে বাইক ওয়ার্কশপে নিয়ে গিয়ে চেকআপ করিয়ে নিন।

আগেই কী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন-

>> যদি সাইলেন্সারের মুখ পর্যন্ত পানি উঠে, সেই জায়গা এড়িয়ে চলুন।

>> মাফলার গার্ড বা সাইলেন্সার ক্যাপ ব্যবহার করুন। বাজারে কিছু বাইকের জন্য এক্সহস্ট ক্যাপ পাওয়া যায়, যা পানি ঢোকা রোধে সহায়ক।

>> সর্বদা সাইলেন্সারকে উপরের দিকে রাখুন। বাইক পার্ক করার সময় খেয়াল রাখুন যেন এক্সহস্ট পাইপ নিচের দিকে না থাকে।

>> বৃষ্টির দিনে বাইক ধীরগতিতে না চালিয়ে কিছুটা গতি বজায় রাখুন। এতে এক্সহস্ট গ্যাসের চাপ পানি ঢুকতে বাধা দেবে।

আরও পড়ুন গরমে বাইকে আগুন লাগা এড়াবেন যেভাবে  প্রথম বাইক কেনার ক্ষেত্রে কোন মডেল বেছে নেবেন 

কেএসকে/জিকেএস