আইন-আদালত

র‌্যাবের সাবেক কর্মকর্তা সোহায়েলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

র‌্যাবের সাবেক কর্মকর্তা সোহায়েলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

অপহরণ-গুমের মামলায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন।

Advertisement

বুধবার (১৮ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরও পড়ুন অপহরণ-গুমের অভিযোগে কর্মকর্তা সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির

আদালতে আজ শুনানির পর সাংবাদিকদের এমন তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

জানা গেছে, ২০১২ সালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্রশিবিরের কর্মী গোলাম মর্তূর্জা নিহিমকে তুলে নিয়ে যায় র‌্যাব। পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন আটকে রাখা হয়। সোহায়েলের নির্দেশে এ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Advertisement

এফএইচ/এমএএইচ/জিকেএস