নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্রে সফর করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। সফরকালে ফিলাডেলফিয়ায় রিপাবলিকানদের উদ্দেশে এক ভাষণে মে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয় নতুন দিনের সূচনা করবে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আবারো এক সঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খবর স্টাফ ওয়ার্ল্ডের।রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার আহ্বান জানিয়ে একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে সাবধান থাকতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন মে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রাখা উচিত তবে দেশটির প্রেসিডেন্টের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলে উল্লেখ করে মে বলেন, এখন অনেক কিছুই পরিবর্তন করা দরকার। যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একসঙ্গে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পাঁচজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। সেসময়ই টেরেসা মে’কে যুক্তরাষ্ট্রে সফরের আমন্ত্রণ জানান তিনি। তার আমন্ত্রণেই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে দেশটিতে সফর করলেন মে। টিটিএন/এমএস
Advertisement