শিক্ষা

প্রাথমিকে পাসের হার ৯৮.৫১%, ইবতেদায়ীতে ৯৫.৮৫%

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। অন্যদিকে ইবেতেদায়ী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের বিভিন্ন দিক তুলে ধরেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ শীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ।  ছাত্রীর পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৪৪ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা এগিয়ে।এবার ১৫ লাখ ১৮ হাজার ২১০ ছাত্রী এবং ১২ লাখ ৭০ হাজার ২২২ ছাত্র পাস করেছে। এ পরীক্ষায় ২ লাখ ৮১ হাজার ৮৮১ ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।অন্যদিকে ইবতেদায়ী পরীক্ষায় ২ লাখ ৫৭ হাজার ৫০০ শীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৮১৮ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে। তারা ৯৬ দশমিক শূন্য ৮ শতাংশ এবং ছেলেরা ৯৫ দশমিক ৬৩ শতাংশ পাস করেছে।এমইউএইচ/এমএইচএম/এআরএস/জেআইএম

Advertisement