শিক্ষা

শতভাগ পাসের হার বেড়েছে, কমেছে শূন্যের

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার ৯ হাজার ৪শ ৫০টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে; যা গত বছরের তুলনায় বেড়েছে। আর ২৮টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য। এ সংখ্যাও গতবারের চেয়ে কমেছে।  বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ০৬ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ।এ বছর ৯ হাজার ৪শ ৫০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গত বছর শতভাগ পাসের হার ছিল ৮ হাজার ৫শ ৮৩টি প্রতিষ্ঠানের। সাধারণ ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শ ৮৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল মোট ১ লাখ ৬২ হাজার ২শ ৬৩ জন শিক্ষার্থী।  পিইসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৬১৬ জন। এর মধ্যে পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন।  এএসএস/এনএফ/জেআইএম

Advertisement