দেশজুড়ে

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন সিলেটের তিন বীরাঙ্গনা

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নির্যাতিত সিলেট বিভাগের তিন বীরাঙ্গনাসহ আরো ১৬ জন নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়ালো ১৪৬ জন।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে। তারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আবেদন যাচাই-বাছাই ও এ বিষয়ে তদন্ত করে আমাদের কাছে সুপারিশ করে। আমরা গেজেট জারি করি।মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া তিন বীরাঙ্গনা হলেন সিলেটের শিবগঞ্জের রোকেয়া বেগম, মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সন্ধ্যা ঘোষ।বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।ছামির মাহমুদ/বিএ

Advertisement