নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
Advertisement
আনোয়ার হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গত ৫ আগস্ট নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া ভৈরব রেলওয়ে থানার হত্যা মামলার আসামি মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেল হাজত থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Advertisement
কেআর/এমআরএম