বিনোদন

জমে ক্ষীর হৃতিক-কিয়ারার প্রেম

জমে ক্ষীর হৃতিক-কিয়ারার প্রেম

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশন ও কিয়ারা আদভানি অভিনীত আলোচিত সিনেমা ‘ওয়ার ২’। স্বাধীনতা দিবসের ছুটির দিনে প্রেক্ষাগৃহে আসছে এই অ্যাকশন থ্রিলার। এজন্য এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সিনেমার পক্ষ থেকে ইউটিউবে মুক্তি পেয়েছে একটি নতুন গান ‘আবান জাবান’। এটি কিয়ারার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়।

Advertisement

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিত সিং ও নিকিতা গান্ধী। গানটি প্রকাশের পর থেকে নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। হৃতিক ও কিয়ারার রসায়ন নিয়ে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘#AavanJaavan ভিজ্যুয়ালি অসাধারণ এবং গানটাও দারুণ… একদম চার্টবাস্টার হওয়ার মতো।’

আরেক ব্যবহারকারী কমেন্ট করেন, ‘কত সুন্দর ভালোবাসা ও রোমান্টিক রসায়ন।’

Advertisement

একজন লিখেছেন, ‘তারা দুজন একসঙ্গে দেখতে খুব সুন্দর।’ আরেকজনের বক্তব্য, ‘এটাই আসল বলিউডের সেরা রসায়ন। অসাধারণ ভিজ্যুয়াল আর গান। শীর্ষ মানের কাজ, একদম চ্যাম্পিয়ন হৃতিক ও আদভানি!’

এক ভক্ত হৃতিকের লুকে মুগ্ধ হয়ে টুইট করেছেন, ‘এত ভালো আর কিছু নেই। দেখেই অবাক হয়ে গেছি।’

গানটিকে ‘পারফেক্ট’ বলে বর্ণনা করেছেন এক ব্যবহারকারী, ‘নিজের প্রিয়জনের সঙ্গে নাচার জন্য পারফেক্ট কোরিওগ্রাফি। #AavanJaavan একদম তাত্ক্ষণিক চার্টবাস্টার হবে।’

এক ভক্ত তুলনা করেছেন ২০২৩ সালের শাহরুখ খান ও নায়নথারার হিট ট্র্যাক ‘চালেযা’র সঙ্গে। তিনি বলেন, ‘‘#AavanJaavan’ ২০২৩ সালের ‘চালেযা’র মতো… সাধারণ বলিউডের গান নয়, বরং মৃদু ও গ্রুভি ভিবস নিয়ে, ধীরে ধীরে জনপ্রিয়তা পাবে।’

Advertisement

যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ওয়ার ২’ হচ্ছে ২০১৯ সালের ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল। এতে হৃতিক রোশন পুরোনো চরিত্র মেজর কবির ঢালিউয়াল রূপে অভিনয় করছেন। কিয়ারার চরিত্রের নাম কাব্যা লুতরা। ছবির পরিচালক আয়ান মুকেরজি। এছাড়া ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, অশুতোষ রানা ও অনিল কাপুর।

এলআইএ/জেআইএম