সোশ্যাল মিডিয়া

আইন হবে জনগণের কল্যাণে: মাহবুব কবীর মিলন

আইন হবে জনগণের কল্যাণে: মাহবুব কবীর মিলন

আইন হবে জনগণের কল্যাণে—এমন আহ্বান জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৩১ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

Advertisement

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘তথ্য অধিকার আইন এবং তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনের প্রস্তাব সম্বলিত প্রচুর ই-মেইল গিয়েছে দুই মন্ত্রণালয়ে। এখনো যাচ্ছে। যা অকল্পনীয়। এটা একটা বিরল ঘটনা। অনেকে জীবনে প্রথম ই-মেইল করেছেন সরকারের কাছে।’

আরও পড়ুনবিশেষ ব্যবস্থায় আমরা পরীক্ষা নিতেই পারি: মাহবুব কবীর মিলনমুক্তিযুদ্ধের নেতাদের সার্টিফিকেট বাতিলের বিষয়টি ফেইক নিউজ

জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। খসড়া রেডি করেছে মন্ত্রণালয়ের মাত্র কয়েকজন বা কোনো কমিটি। আমরা আপত্তি জানিয়েছি হাজার হাজার।’

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘আমরা আশাবাদী, সরকার অবশ্যই জনগণের মতামতকে সম্মান জানিয়ে প্রস্তাবিত সংশোধনীগুলো যুক্ত করে অতি দ্রুত আইন হিসেবে কার্যকর করবে। আইন হবে জনগণের কল্যাণে। ক্ষমতায়ন হবে জনতার। এটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন।’

Advertisement

এসইউ/জেআইএম