রাজনীতি

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জামায়াত আমিরের

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জামায়াত আমিরের

বাইপাস সার্জারির জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির।

Advertisement

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনহৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শমঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজখবর নিয়েছেন। তিনি জামায়াত আমিরের আশু রোগমুক্তি কামনা করেছেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম জাযা দান করুন। আমিন।’

ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

কেএসআর/জেআইএম