বিনোদন

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে কোস্টা রিকার সিনেমা

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে কোস্টা রিকার সিনেমা

মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকার চলচ্চিত্র নির্মাতা অ্যান্টোনেলা সুদাসাসি ২০২১ সালের শুরুতে একটি অভিনব উদ্যোগ নেন। ‘ইউনিয়ন দে ডিরেক্তোরাস দে সিনে কোস্টা রিকা’ অর্থাৎ ‘কোস্টা রিকার নারী চলচ্চিত্র পরিচালকদের সংস্থা’ গড়ে তুলেন তিনি। লক্ষ্য ছিল নারীদের লেখা, নির্মাণ, প্রযোজনা ও পরিবেশনার ক্ষেত্রে ন্যায্য উপস্থিতি নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।

Advertisement

মাত্র কয়েক মাসেই সংস্থাটির সদস্য সংখ্যা দাঁড়ায় ২৪ জন। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে।

গত পাঁচ বছরে দেশটির চলচ্চিত্রে এক নতুন ঢেউ লক্ষ করা যাচ্ছে। এই ঢেউয়ের মূল চালিকা শক্তি নারীরা। এই নারী নির্মাতারা তুলে আনছেন তাদের দেশ ও নারী জীবনের জটিলতা, প্রতিবাদ ও পরিবর্তনের গল্প। এরই মধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে অ্যান্টোনেলা সুদাসাসির ‘মেমোরিজ অফ অ্যা বার্নিং বডি’, নাটালি আলভারেজ মেসেনের ‘ক্লারা সোলা’ ও ভ্যালেন্তিনা মোরেলের ‘আই হ্যাভ ইলেকট্রিক ড্রিমস’।

সম্প্রতি শেষ হওয়া ১৩তম কোস্টা রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্বও ছিল এক নারী পরিচালকের হাতে।তিনি প্যাট্রিসিয়া ভেলাসকেজ। উৎসবে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মধ্য আমেরিকার নারী নির্মাতাদের।

Advertisement

পরিচালক সুদাসাসি মনে করেন, কোস্টা রিকায় নারীদের এই উত্থান একধরনের প্রতিবাদের প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘প্রথাগত কাঠামো না থাকায় আমরা নতুনভাবে চিন্তা করতে পেরেছি। ক্ষমতার ভারসাম্যকে প্রশ্ন করা, লিঙ্গভিত্তিক ভূমিকা ভাঙা এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে কথা বলা এই ইচ্ছাই আমাদের অনেকের সিনেমার প্রেরণা হিসেবে কাজ করছে।’

সোফিয়া কিরোস (‘ল্যান্ড অফ অ্যাশেজ’) বলছেন, ‘আমি এমন এক পরিবেশে বড় হয়েছি যেখানে নারী নেতৃত্বকে স্বাভাবিকভাবে দেখা হতো। সেখান থেকেই আত্মবিশ্বাস পেয়েছি যে আমিও চলচ্চিত্র করতে পারি।’

তবে এই উত্থানকে অতিরিক্ত রোমান্টিক না করতে অনুরোধ জানাচ্ছেন লরা অ্যাস্টোর্গা। ‘রেড প্রিন্সেসেস’খ্যাত নির্মাতা বলেন, ‘নারী বেশি মানেই ক্ষমতা কম। ক্ষমতা বেশি মানেই নারী কম। আমাদের বাস্তবতা এখনো তেমনই।’

অ্যাস্টোর্গার কথায়, ‘আমাদের সিনেমা মাত্র এক থেকে দুই লাখ ডলারে তৈরি হয় যেখানে সাধারণ আন্তর্জাতিক সিনেমার বাজেট অর্ধ-মিলিয়ন থেকে দুই মিলিয়ন ডলার। মান বজায় রাখলেও প্রতিটি বিভাগের কর্মীরা খুব কম পারিশ্রমিকে কাজ করেন। দারিদ্র্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নারীরাই ঐতিহাসিকভাবে দক্ষ। এই কারণেই হয়তো এত নারী নির্মাতা উঠে এসেছেন।’

Advertisement

তিনি আরও বলেন, বিজ্ঞাপনী শিল্পে নারীদের এখনো সুযোগ মেলে না। অধিকাংশ সিদ্ধান্ত নেওয়া হয় পুরুষদের দ্বারা পরিচালিত সংস্থাগুলোতে। সেখানে নারীদের ঠাঁই নেই।

তবে সব বাধার মধ্যেও আশাবাদী প্রযোজক-অভিনেত্রী আদ্রিয়ানা আলভারেজ। তিনি বলেন, ‘এই প্রজন্ম জানে কী বলতে চায় এবং কীভাবে বলতে চায় তারা। আমাদের পূর্বসূরিদের কাছ থেকেই এই সচেতনতা এসেছে। তাছাড়া নারীর জটিলতা থেকেই উঠে আসে এক ধরনের সৎ এবং স্পর্শকাতর বর্ণনা যা দর্শকের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করে। যখন বিশ্বজুড়ে চলচ্চিত্রশিল্প এখনো পুরুষপ্রধান তখন কানে, বার্লিন, সান সেবাস্তিয়ান ও লোকার্নোর মতো উৎসবে কোস্টা রিকার নারীদের সফলতা সত্যিই গর্বের।’

কোস্টা রিকার সেরা পাঁচ নারী নির্মাতা

অ্যান্টোনেলা সুদাসাসিকোস্টা রিকায় চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পাঁচজন নারী নির্মাতা। তাদের মধ্যে অন্যতম অ্যান্টোনেলা সুদাসাসি। তার প্রথম চলচ্চিত্র ‘দ্য অ্যাওয়াকেনিং অফ দ্য অ্যান্টস’ ২০১৯ সালে বার্লিনে প্রিমিয়ার হয়। এটি প্রথম মধ্য আমেরিকান সিনেমা হিসেবে গয়া পুরস্কারেও মনোনয়ন পায়। দ্বিতীয় ছবি ‘মেমোরিজ অফ অ্যা বার্নিং বডি’ বার্লিনে প্যানোরামা অডিয়েন্স অ্যাওয়ার্ড জেতে এবং ৯৭তম অস্কারে কোস্টা রিকার প্রতিনিধিত্ব করে। বর্তমানে তিনি ও তার সঙ্গী ম্যানরিক কোর্তেস মিলে নির্মাণ করছেন নতুন সিনেমা ‘মনস্টারস’।

লরা অ্যাস্টোর্গাপ্রযোজক-পরিচালক অ্যাস্টোর্গা কাজ করেছেন কোস্টা রিকা ও নিকারাগুয়ার টিভি ও সিনেমায়। তার ছবি ‘রেড প্রিন্সেসেস’ বার্লিনে প্রিমিয়ার হয়। এখন তিনি কাজ করছেন ‘অ্যানিমাল লুভিওসো’ নামে একটি পরিবেশবাদী গল্পভিত্তিক নতুন সিনেমায়।

ভ্যালেন্তিনা মোরেলফরাসি-কোস্টারিকান নির্মাতা মোরেলের প্রথম ছবি ‘আই হ্যাভ ইলেকট্রিক ড্রিমস’ লোকার্নো, সান সেবাস্তিয়ান ও গোয়া উৎসবে পুরস্কার জেতে। তিনি বর্তমানে ‘নো ওয়ান নোজ উই প্লে টুডে’-নামে একটি সমবায় প্রকল্পে কাজ করছেন, যার বিষয়বস্তু কোস্টা রিকার নারী ফুটবল তারকা শার্লি ক্রুজের জীবন।

সোফিয়া কিরোসকান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস উইক-এ স্থান পাওয়া প্রথম কোস্টা রিকান ছবি ‘ল্যান্ড অফ অ্যাশেজ’ ছিল তাঁর পরিচালনায়। নতুন ছবি ‘মাদ্রে পাখারো’ ইতিমধ্যে গুনাকাস্তে অঞ্চলে শুটিং শেষ করে এখন সম্পাদনার কাজে আছে।

প্যাট্রিসিয়া ভেলাসকেজবর্তমানে কোস্টা রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক ভেলাসকেজ ‘দ্য স্কিন অফ দ্য ওয়াটার’ ছবির পর তৈরি করছেন ‘হোয়্যার ডু বার্ডস গো হোয়েন ইট রেইনস?’, যার সহ-প্রযোজনা করছে স্পেনের পোটেনজা প্রোডাকশনস।

এলআইএ/এএসএম