অর্থনীতি

তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ, শিল্প খাতে উল্লম্ফন

তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বেড়ে ৪.৮৬ শতাংশ, শিল্প খাতে উল্লম্ফন

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। আগের ২০২৩-২৪ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ৪ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়লেও কমেছে কৃষি খাতে।

Advertisement

সোমবার (৭ জুলাই) প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধির হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সংস্থাটি জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে সম্মিলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার হয়েছে ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা।

আরও পড়ুনমূল্যস্ফীতিতে স্বস্তি, তিন বছর পর ৮ শতাংশের ঘরে ঝুঁকিনির্ভর তদারকিতে যাচ্ছে ব্যাংক খাত, রাজনৈতিক সংস্কারের তাগিদ 

কৃষিতে প্রবৃদ্ধি কমেছে২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক শূন্য ২ শতাংশ। আলোচ্য অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে শূন্য দশমিক ৭৬ ও এক দশমিক ২৫ শতাংশ, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল শূন্য দশমিক ৬২ ও ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

Advertisement

শিল্প খাতে ঊর্ধ্বমুখীএসময়ে শিল্প খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেশি। আলোচ্য অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই হার ছিল ২ দশমিক ৪৪ ও ৭ দশমিক ১০ শতাংশ, যেখানে আগের অর্থবছরে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭৮ ও এক দশমিক শূন্য ৪ শতাংশ।

সেবা খাতেও উন্নতি সেবা খাতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ হারে। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।

এমওএস/কেএসআর

Advertisement