রাজনীতি

আন্দোলনে ছাত্রদের আঁকা গ্রাফিতিই নতুন সংবিধান: নাহিদ ইসলাম

আন্দোলনে ছাত্রদের আঁকা গ্রাফিতিই নতুন সংবিধান: নাহিদ ইসলাম

অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি এঁকেছিলেন, তার মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Advertisement

তিনি বলেন, আমাদের মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র ও সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়বো। বিচার, সংস্কার ও নতুন সংবিধানই আমাদের মূল লক্ষ্য।

সোমবার (৭ জুলাই) রাতে পাবনায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে শহরের শহীদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনমানিকগঞ্জে থানা থেকে আওয়ামী লীগের নেতাদের ছিনিয়ে নিতে হট্টগোল জরুরি অবস্থা আইন যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়: বিএনপি 

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম অভ্যুত্থানে স্কুল-কলেজে দেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা, ছাত্ররা যে গ্রাফিতি এঁকেছিল, তার মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। এসব গ্রাফিতির মধ্যেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। আগামীর সংবিধান আমরা আপনারা মিলেই একত্রে রচনা করবো। সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে।

Advertisement

পাবনাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই পাবনায় আসতে আমাদের কত কষ্ট হয়েছে। পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি। শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা এখানে এসে প্রত্যক্ষ করেছি। এখানকার মানুষ কতটা অবহেলা ও কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। জাতীয় নাগরিক পার্টি পাবনার মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা ৬৪ জেলায় যাচ্ছি। দেশ গড়তে জুলাই পদযাত্রা, নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ। আলমগীর হোসাইন নাবিল/কেএসআর