তথ্যপ্রযুক্তি

ছোট্ট এক কাজে ফোনের নেটওয়ার্কের গতি বাড়বে

ছোট্ট এক কাজে ফোনের নেটওয়ার্কের গতি বাড়বে

ফোনের নেটওয়ার্ক সমস্যা নতুন কিছু নয়। দেখা যায় জরুরি কোনো ফোন কল করবেন কিংবা কাউকে কোনো ফাইল পাঠাবেন নেটওয়ার্কের ধীর গতির জন্য তা করতে পারছেন না। ব্যবহারকারীদের বড় সমস্যায় পড়তে হয়।

Advertisement

অনেক কারণে নেটওয়ার্কের সমস্যার একাধিক কারণ থাকে। কখনো আবহাওয়ার কারণে নেটওয়ার্ক আসা-যাওয়া করে। এর পাশাপাশি সঠিক ভাবে সিম কার্ড ইনস্টল করা না থাকলে অথবা নেটওয়ার্ক সেটিংসে গোলমাল হলেও নেটওয়ার্কজনিত সমস্যা দেখা দিতে পারে।

স্মার্টফোনে নেটওয়ার্কজনিত সমস্যা দিলে অনেকেই নিজেদের ফোনটিকে রিস্টার্ট করেন। আবার কেউ কেউ নিজেদের ফোনে ফ্লাইট মোড অন করে আবার তা বন্ধ করে দেন। বহু ক্ষেত্রেই এই উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

তবে কখনো কখনো আবার এত কিছু করেও মুশকিল আসান হয় না। তাই স্মার্টফোন রিস্টার্ট করার পরেও যদি নেটওয়ার্কের সমস্যা একই থাকে, তাহলে ব্যবহারকারীকে একটি কাজ করতে হবে। আর সেটি হলো-রিস্টার্ট করার পর নিজের ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করা। আর ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার জন্য বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে।

Advertisement

আসুন দেখে নেওয়া যাক কীভাবে সেটিংস রিসেট করবেন-

>> নিজের স্মার্টফোনের নেটওয়ার্কের সমস্যার সমাধান করার জন্য প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে।>> এরপর সেখানে পাবেন অ্যাডিশনাল সেটিংস অপশন, এটিতে ক্লিক করুন।>> এবার ব্যাকআপ এবং রিসেটের বিকল্প সিলেক্ট করুন।>> এরপর স্ক্রিনে ভেসে উঠবে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ রিসেট করার একটি অপশন।>> এরপর রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ অপশনে গিয়ে নিজের নেটওয়ার্ক রিসেট করতে পারেন।>> নেটওয়ার্ক এবং ব্লুটুথ রিসেট করার পর ফোনের নেটওয়ার্কজনিত সমস্যার সম্পূর্ণ রূপে সমাধান হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি নেটওয়ার্ক আসা-যাওয়ার সমস্যাও সম্পূর্ণ রূপে দূর হবে।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও  পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে 

সূত্র: নিউজ ১৮

কেএসকে/জিকেএস

Advertisement