বিএনপিকর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পিএস মো. শাহীন আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশ দেন।
Advertisement
মঙ্গলবার (৮ জুলাই) সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. রোকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৪ জুন ২০ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত। তবে বিষয়টি জানা যায় এক মাস পর।
সম্প্রতি জাহাঙ্গীরের পিএস মো. শাহীন আলমের জামিন হওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। আইনজীবীদের দাবি, ঈদের আগে গোপনে এই আসামির জামিন দেওয়া হয়েছে।
আরও পড়ুনগোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ ডিপজলের বিরুদ্ধে মামলাএর আগে, গত ১৫ মে আসামিকে এ মামলায় গ্রেফদার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান। শুনানি শেষে বিচারক তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
Advertisement
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিবির মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। তারা কার্যালয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
এমআইএন/কেএসআর