তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
Advertisement
তারুণ্যের উৎসব উদযাপন বিষয়ে সিদ্ধান্ত ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জাতীয় কমিটির এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় তিনি তারুণ্যের উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপন্থা পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা দেন। তারুণ্যের উৎসব-২০২৫ আয়োজনের বিভিন্ন উদ্যোগ উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবারের তারুণ্যের উৎসবের আয়োজনকে ইন্টারন্যাশনালি পার্টিসিপেটিং করা হবে। সেই লক্ষ্যে সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে গ্লোবাল ইয়ুথ সামিট আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিরক্ষা শিল্পের বিকাশে বাংলাদেশকে সহায়তার আশ্বাস তুরস্কেরতিনি আরও বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে এই অর্থবছরে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ওই বাজেট বরাদ্দ হতে অর্থ ছাড় করানো যাবে। তারুণ্যের উৎসবের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথা যুক্ত করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রান্তিক পর্যায় (ইউনিয়ন) পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরতে জুলাই আন্দোলনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
Advertisement
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।
এমইউ/কেএসআর