জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। ৫৪ বছরেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যম আমরা সেই সুযোগ পেয়েছি এবং নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে।
Advertisement
তিনি বলেন, এই মেহেরপুরের মুজিবনগর থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল। জন আকাঙ্ক্ষা পূরণে আমরাও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবো।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুনমাদকবিরোধী অভিযানে লুট: বরখাস্ত হলেন সাবেক ডিবিপ্রধান হারুনের ভাই প্রতিরক্ষা শিল্পের বিকাশে বাংলাদেশকে সহায়তার আশ্বাস তুরস্কেরএদিন সন্ধ্যায় সদর উপজেলার চক শ্যামনগর গ্রামে সাধারণ মানুষের সঙ্গে জনআকাঙ্ক্ষা বিষয়ে কথা বলেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এ সময় সারজিস আলম বলেন, নতুন কোনো শোষককে আমরা আর জায়গা না দেই। যে দল যে মতের হোক না কেন, আমরা যেন কাউকে শোষক হয়ে ওঠার সুযোগ না দেই। এজন্য প্রতিবাদের ভাষা জারি রাখতে হবে।
Advertisement
এর আগে বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা এদিন মেহেরপুর জেলায় অবস্থান করেন।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ। আসিফ ইকবাল/কেএসআর