শখের স্মার্টফোনের সাজসজ্জার ব্যাপারে অনেকেই খুব সচেতন। গ্লাস প্রোটেক্টর ব্যবহার করছেন। সেই সঙ্গে ফোন কভার। বাহারি সব ডিজাইন এবং ম্যাটেরিয়ালের তৈরি কভার ব্যবহার করেন অনেকেই। তার সঙ্গে থাকে বিভিন্ন রকমের এক্সেসরিজ, যা ফোনের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
Advertisement
তবে এই সাজসজ্জা করতে গিয়ে শখের ফোনের ক্ষতি করছেন না তো? বিশেষজ্ঞরা বলছেন অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, যে কোনো স্মার্টফোনের সমস্যা হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যত দ্রুত ব্যাটারি খরচ হয়, তত দ্রুত গরম হয় ফোন।
সমস্যা মোকাবিলায় সব ফোনেই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। যার মাধ্যমে তাপ বাইরে বের হয়ে যায়। কিন্তু যখনই আপনি ফোনে ব্য়াক কভার ব্যবহার করছেন, তখনই তাপ বেরনোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কভার ভারী হলে সমস্যাও বাড়ে।
ব্যাক কভার হট সিঙ্কে বাধা হয়ে দাঁড়ায়। যা ফোনের একাধিক যন্ত্রাংশের উপর প্রভাব ফেলে। বহু ফোনেই দেখা যায়, সবুজ লাইন। বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যেও কারণ এই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানারকম সমস্যা দেখা যায়। প্রভাব পড়ে ক্যামেরাতেও।
Advertisement
তাই ফোন ব্যবহার করা উচিত কভার ছাড়াই। তবে সেক্ষেত্রেও সমস্যা তো রয়েছে। যে কোনো মুহূর্তে হাত থেকে পড়ে গেলে আর রক্ষে নেই! তাই চেষ্টা করুন একেবারে হালকা কভার ব্যবহার করতে। গেম খেলা বা চার্জিংয়ের সময় কভার খুলে রাখতে পারেন।
আরও পড়ুন ফেসবুক-ইনস্টাগ্রামের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে কোন অ্যাপ লুকিয়ে ফোনের ডাটা চুরি করছে বুঝবেন যেভাবেকেএসকে/জিকেএস