সাজঘরের ড্রয়ারে থেকে রুপার গয়নাগুলো এমনিতেই কালচে হয়ে যায়, তার ওপর বর্ষার অতিরিক্ত আর্দ্রতা। এসময় রুপার গয়নার রূপ একদমই পাল্টে যায়। তাই টাকা জমিয়ে কেনা গয়না নষ্ট না করে বরং সেগুলো নতুনের মতো রাখার কয়েকটি কৌশল জেনে নিন।
Advertisement
বর্ষায় পরিবেশের অতিরিক্ত আর্দ্রতার সংস্পর্শে এসে জেল্লা হারাতে শুরু করে রুপার গয়না। কখনও কখনও দ্বিতীয় বার ব্যবহারের যোগ্য থাকে না। তাই সেই গয়নার সম্ভারের যত্ন করতে একটু বাড়তি উদ্যোগ নিতেই হয়। কারণ আর্দ্র পরিবেশের কারণে অনেক সময় এগুলো রং পরিবর্তন হয়ে অক্সিডাইজ়ড গয়নায় পরিণত হয়।
যেভাবে যত্নে রাখবেন আপনার রুপার কালেকশন-১। গয়নাগুলো আবশ্যই এয়ার-টাইট বা বায়ুনিরোধী পাত্রে রাখতে হবে। গয়নাগুলো যে বাক্সে রাখবেন, সে বাক্সগুলোর ভিতরটা হতে হবে নরম, তবে ভেলভেট না। এভাবে আর্দ্রতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
২। রুপার সাদামাঠা গয়নাগুলো ২-১ বার ব্যবহার করে টুথপেস্ট দিয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে রাখুন। এতে পরেরবার ব্যবহারের সময় চকচকে গয়নাটি তৈরি থাকবে।
Advertisement
৩। মাঝেমাঝে সিলভার ডাস্টার দিয়ে পরিষ্কার করুন।
৪। গয়না বেশি কালচে হয়ে গেলে একটি বিশেষ মিশ্রণের সাহায্যে তা পরিষ্কার করতে পারবেন। একটি বড় পাত্র অ্যালুমিনিয়ামের পাত বা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন।
পাত্রে ফয়েলের মধ্যে কিছুটা গরম পানি নিন। যতগুলো গয়না ডুবাতে চান, সেই অনুযায়ী পানি ঢালুন, যেন সবগুলো গয়না পানিতে ডোবানো যায়। এবার পানির মধ্যে কয়েক চামচ বেকিং সোডা আর লবণ দিয়ে দিন।
এরপর গয়নাগুলো সেই পানির মধ্যে রেখে দিন। ৫-৭ মিনিট পর দেখবেন গয়নার গা থেকে সমস্ত ধুলোময়লা উঠে যাচ্ছে। ধীরে ধীরে নিজের রূপ ফিরে পাচ্ছে আপনার রুপা।
Advertisement
পরিষ্কার হয়ে গেলে পানি থেকে তুলে গয়নাগুলো ভাল করে শুকিয়ে নিন। সাধারণ রুপার গয়না পরিষ্কারের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা যায়। তবে গয়নাতে পাথর বসানো থাকলে এই মিশ্রণে ধোবেন না।
৫। গয়না যদি বৃষ্টির পানিতে ভিজে যায়, তা হলে সেগুলো নরম কাপড় দিয়ে মুছে ভালো করে শুকিয়ে রাখবেন।
সূত্র: আনন্দবাজার
এএমপি/এএসএম