জাতীয়

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিনটি ফ্রন্টে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিনটি ফ্রন্টে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে যেন ভুলে না যায় এবং মানবিক সহায়তার প্রবাহ অব্যাহত থাকে—এ লক্ষ্যেই সরকার তিনটি ফ্রন্টে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীতে অনেক সমস্যা, একটা ইস্যু আসলে অন্যটা ভুলে যায়। রোহিঙ্গা ইস্যুটি যাতে চাপা পড়ে না যায়, সেজন্য আমরা যখন যেখানে যে ইস্যুতে কথা বলব সেখানে বারবার রোহিঙ্গা ইস্যু তুলে ধরি।

‌‘আমরা তিনটি ফ্রন্টে কাজ করছি’ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিদেশি অর্থায়নের ধারাবাহিকতা, বৈশ্বিক সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যুকে জীবন্ত রাখা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।’

Advertisement

সম্প্রতি তুরস্ক সফরকালে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা সংক্রান্ত ওআইসি’র অ্যাডহক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন তৌহিদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মানবিক, উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের সম্মুখীন। এই সংকট ক্রমাগত বাড়ছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ ১৩ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অসাধারণ মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে নতুন করে আরও এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা এসেছে মিয়ানমারে নতুন সহিংসতার কারণে।’

রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সাইডলাইনে অনুষ্ঠিত হবে বলে জানান উপদেষ্টা।

Advertisement

তিনি বলেন, ‘আমরা ওআইসি দেশগুলো থেকে উচ্চ পর্যায়ের অংশগ্রহণ আশা করছি।’

জেপিআই/জেএইচ