জাতীয়

বৃক্ষমেলায় তরুণদের পছন্দের শীর্ষে ইনডোর প্ল্যান্টস

বৃক্ষমেলায় তরুণদের পছন্দের শীর্ষে ইনডোর প্ল্যান্টস

রাজধানীতে চলমান জাতীয় বৃক্ষমেলায় গাছপ্রেমীদের মাঝে তরুণদের ভিড়ও লক্ষ্য করা গেছে। তাদের আগ্রহ শুধু ফুল ও ফলের গাছ নয়। তরুণ-তরুণীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ঘর সাজানোর উপযোগী নানা রকম ইনডোর প্ল্যান্টস।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে বৃক্ষমেলা ঘুরে দেখা যায়, মানি প্ল্যান্টস, স্নেক প্ল্যান্ট, পিস লিলি, স্পাইডার প্ল্যান্টের মতো ইনডোর প্ল্যান্টস বা গাছগুলো সাজিয়ে রেখেছেন নার্সারির মালিকরা । কেউ কিনছেন নিজ বাসার ছাদ কিংবা বারান্দা সাজাতে, কেউ উপহার দেওয়ার জন্য নিচ্ছেন বাহারি পটসহ শৌখিন গাছ। আবার কেউ কেউ কিনছেন বেডরুম, পড়ার টেবিল কিংবা ড্রইংরুম সাজানোর জন্য।

মেলায় স্টলগুলো ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ইনডোর প্ল্যান্টস বিক্রি হচ্ছে ছোট-বড় অনুযায়ী, বিভিন্ন জাতের, বিভিন্ন দামে। ক্যাকটাস বিক্রি হচ্ছে ১০০ থেকে ৫০ হাজার টাকায়, জিজিপ্ল্যান্ট ৫০০ থেকে ২০০০ টাকা, মানি প্ল্যান্ট ৫০ থেকে ১৫০০ টাকা, লাকি বাম্বো ৩৫০ থেকে ৫৫০০, ভিক্টোরিয়া ৪৫০ থেকে ১৫০০, কাটা পাতা মনোস্টরি ২০০ থেকে ১২০০, স্নেক প্ল্যান্ট ২০০-৩০০ টাকা, এগ্লোনিমা ২০০ থেকে ৪৫০০, জেব্রা সাকুলান ৪৫০ থেকে ৪০০, বলকামিনি ২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, এখন ইনডোর প্ল্যান্টসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মেলায় আসা তরুণরা বেশি খোঁজ নিচ্ছেন কোন গাছ কম আলোতে টিকে থাকবে, কোনটা ঘরের বাতাস পরিশোধনে ভালো কাজ করে এসব।

Advertisement

মা বাবার দোয়া নার্সারির কর্ণধার আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, ইনডোর গাছগুলো আসলে সৌন্দর্যবর্ধনের জন্য। তরুণ- তরুণীরা তাদের ঘর সাজাতে এগুলো কেনেন। কেউ আবার প্রিয়জনকে উপহার দেন। বহু গাছপ্রেমী তাদের ঘরে শোপিজ বা লাক্সারি আইটেমের চেয়ে গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। এতে করে অক্সিজেনও পাওয়া যায়, ঘরের সৌন্দর্যও বাড়ে।

তিনি বলেন, ঘরে প্রাকৃতিক পরিবেশ রাখতে গাছ জরুরি। এখন তরুণরা গাছের প্রতি ঝুঁকছেন। আবার বয়স্ক মানুষ ফুল-ফল ও ঔষধি গাছ কিনছেন।

স্কয়ার এগ্রো ডেভেলপমেন্ট এর দোকানি সায়রা আলম বলেন, আমাদের এখানে ইনডোর প্ল্যান্টসের মধ্যে এয়ার প্ল্যান্ট ২০০ থেকে ১০০০, অর্কিড ১০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এগুলো বেশি চলে।

রংধনু নার্সারিতে পাওয়া যাচ্ছে ক্যাকটাস সেটসহ বিভিন্ন ধরনের ইনডোর গাছ। ৭ পদের গাছ দিয়ে তৈরি একটি ক্যাকটাস সেট ৫০০ থেকে ২০০০ পর্যন্ত রয়েছে।

Advertisement

রাজধানীর উত্তরা থেকে আসা ফারজানা ইসলাম বলেন, আমি রুম সবুজ রাখতে পছন্দ করি । ইনডোর গাছগুলো জায়গা কম নেয়, আবার ঘরের পরিবেশও ভালো রাখে। আমার পড়ার টেবিল, ড্রেসিং টেবিলে ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজিয়ে রেখেছি। মেলায় এসব গাছের দাম একটু বেশি। কিন্ত ঘুরে ঘুরে বাহারি রকমের এসব গাছ কিনতে যায়।

বাবার সঙ্গে ঘুরতে এসেছে আব্দুল্লাহ আল আমিন। জাগো নিউজকে তারা বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলে স্কুলে গাছ উপহার পেয়েছে একবার। সেই থেকে সে বারান্দায় এই পর্যন্ত ৭টি গাছ লাগিয়েছে। তার পড়ার টেবিলেও গাছ রেখেছে।

আরএএস/এএমএ/এএসএম