গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই অলরাউন্ড পারফর্ম করে ভক্তদের প্রশংসায় ভেসেছিলেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান আর বল হাতে ১৩ রানে ৪ উইকেট শিকার করে দল জিতিয়েছিলেন তিনি।
Advertisement
কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। আজ শুক্রবার হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ১০ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এদিন ট্স হেরে আগে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। শুরুতেই বিপদে পড়ে তারা, ৪৮ রানে ৩ উইকেট হারায়।
৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। কিন্তু মোহাম্মদ নবির বলে জ্যাক দোরানের হাতে ক্যাচ হন অভিজ্ঞ অলরাউন্ডারও। দুবাই ক্যাপিটালসের দলীয় ৫৫ রানে আউট হন তিনি।
Advertisement
এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ রয়েছে। তার আগে ১৩ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৯৩ রান করেছে দুবাই ক্যাপিটালস।
এমএইচ/