রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙরি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তি।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) বিকেলে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের সই করা এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, বুধবার সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে। নিহতের নিথর দেহের ওপর ঘাতকদের নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়। এমন পাশবিকতা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ঘটনা কোনো একজন ব্যক্তির ওপরে হামলা নয়, এটা মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা শুধু নৃশংসতা নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে- দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।
Advertisement
বিবৃতিতে তারা জানায়, জাতীয় যুবশক্তি মনে করে, এ এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে, তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি। যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।
এমএইচএ/এএমএ/এএসএম