ক্যাম্পাস

চবিতে শুরু হলো পঞ্চম জাতীয় আইন অলিম্পিয়াড

চবিতে শুরু হলো পঞ্চম জাতীয় আইন অলিম্পিয়াড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের’ (এসসিএলএস) আয়োজনে পঞ্চমবারের মতো ‌‘জাতীয় আইন অলিম্পিয়াড ২০২৫’ শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ৩০টি বিশ্ববিদ্যালয়।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একে খান আইন অনুষদে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের ঘোষণায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দেশের অন্যতম বৃহৎ এই আইনভিত্তিক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে এসসিএলএসের সিনিয়র সদস্য লামিয়া তাজ নূরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চবির আইন বিভাগের সভাপতি ও এসসিএলএস মডারেটর অধ্যাপক ড. রকিবা নবী।

দুই দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক এ প্রতিযোগিতায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশ নিচ্ছে। প্রতিযোগিতা পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে।

Advertisement

সোহেল রানা/এসআর/এএসএম