বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সোমবার থেকে একের পর এক শুল্ক হুমকির অংশ হিসেবে এটি ছিল ট্রাম্পের ২০টির বেশি এমন চিঠির মধ্যে একটি, যা তিনি বিভিন্ন দেশের নেতাদের কাছে পাঠাচ্ছেন।
ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, অর্থ দেবে ন্যাটো: ট্রাম্প
Advertisement
এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, আমি সোমবার রাশিয়া নিয়ে একটি বড় ঘোষণা দিতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে, কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে।
বৈশ্বিক বাণিজ্য এখন ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার হচ্ছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক বাণিজ্য এখন ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ‘বাণিজ্যযুদ্ধে’ না জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই সতর্কতার আহ্বান জানান।
বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা
Advertisement
পাকিস্তানের বেলুচিস্তানে ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) প্রাদেশিক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব শহরের কাছে। কোয়েটা থেকে লাহোরগামী একটি বাসকে সশস্ত্র হামলাকারীরা থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় এবং নির্দিষ্টভাবে ৯ জনকে আলাদা করে গুলি করে হত্যা করে।
দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের মে ও জুন মাসে প্রায় ৬ হাজার ৩০০ প্রবাসীকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বলা হয়েছে, আবাসিক এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে এই বহিষ্কারের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। অভিযুক্তদের অনেকে বিভিন্ন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী বহিষ্কৃত হয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাছাড়া একদিকে যুদ্ধবিরতির আলোচনা চলছে, অন্যদিকে রাফায় ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
ভারতে বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মৃত্যু
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাধিকা একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন, যা নিয়ে তার বাবার আপত্তি ছিল। প্রতিবেশীরা দীপককে প্রায়ই কটূক্তি করতেন। মেয়ের উপার্জনে সংসার চলে বলে তাকে নানা ধরনের তির্যক মন্তব্য শুনতে হতো। এতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপক। তিনি বারবার মেয়েকে একাডেমি বন্ধ করতে বলেন। কিন্তু রাধিকা তা মানেননি। শেষ পর্যন্ত দীপক আর সহ্য করতে না পেরে এ নির্মম সিদ্ধান্ত নেন।
টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা
ঘটনাটি ঘটেছে রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীকে তার বাবা বেশ কিছুদিন ধরেই অনুরোধ করছিলেন টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে। কিন্তু মেয়েটি এতে অস্বীকৃতি জানালে ‘সম্মানের প্রশ্নে’ তাকে গুলি করে হত্যা করা হয়। পরে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ।
অস্ত্র হস্তান্তর শুরু করলো পিকেকে, এরদোয়ানের বিরাট সাফল্য
উত্তর ইরাকের এক গুহায় শুক্রবার (১১ জুলাই) প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ এক অনুষ্ঠানে অস্ত্র জমা দেওয়া শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র কয়েক ডজন যোদ্ধা। কয়েক দশকের পুরনো সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটানোর লক্ষ্যে এই পদক্ষেপকে ঐতিহাসিক মোড় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি, আরও বিস্তৃত হওয়ার শঙ্কা
জানা গেছে, ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ডের বিঘার পর বিঘা জমি পানির তলায়। নতুন করে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়েছে। চন্দ্রকোনা-১ চন্দ্রকোনা-২ ব্লক ও ঘাটাল ব্লকের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। এর জেরে কন্ট্রোলরুম খুলেছে স্থানীয় প্রশাসন, জারি করা হয়েছে হাই এলার্ট। ঘাটালের মহারাজাপুর এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবির।
এসএএইচ/এএসএম