রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংস্কার ও রাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
Advertisement
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মিলিত হন।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, নিজের জীবন দিয়ে হলেও শিক্ষার্থীদের প্রাণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করবো। গত ৩১ বছর ধরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, কেউ আমাদের কথা রাখেনি।
সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, বিগত আওয়ামী প্রশাসনের সঙ্গে বর্তমান প্রশাসনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। দায়িত্বগ্রহণ করার এক বছর হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। হলের ডাইনিং, লাইব্রেরি সংস্কার, মেডিকেল সেন্টার সংস্কার, শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচনের তারিখ এখনো প্রকাশিত হয়নি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পরামর্শ দিয়ে সহায়তা করছি। তারা যদি আমাদের দাবিগুলো মেনে কাজ না করেন, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
Advertisement
এসময় মিছিলে শিবিরের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের প্রায় সাত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম