দেশজুড়ে

খুলনায় শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপির কর্মিসভা পণ্ড এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ শামীম হাসান বলেন, আদালত আবেদন গ্রহণ করেছেন। আগামী ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টাসহ ১০টি ধারায় অভিযোগ আনা হয়েছে।

Advertisement

মামলার আবেদনে বলা হয়, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে কর্মিসভা চলছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় সেখানে হামলা চালান। বল প্রয়োগে সভা বন্ধ করে দেওয়া হয়।

নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। বিস্ফোরণ ঘটানো হয়। এতে গুলিবিদ্ধ ও স্প্লিন্টারের আঘাতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হন। মামলায় শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরিফুর রহমান/এসআর/জেআইএম

Advertisement