খেলাধুলা

অভিষেক টেস্টের ক্রিকেটারদের সংবর্ধনায় অনুপস্থিত ৫ ক্রিকেটার

অভিষেক টেস্টের ক্রিকেটারদের সংবর্ধনায় অনুপস্থিত ৫ ক্রিকেটার

তাকে ঠিকই আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। অভিষেক টেস্টের ক্রিকেটারদের আমন্ত্রণের দায়িত্ব যার ওপর ছিল, সেই বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস দুইদিন আগেই জাগো নিউজকে নিশ্চিত করেছেন যে, অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়, সহ-অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সিনিয়র ক্রিকেটার আকরাম খান এবং প্রবাসী আল শাহরিয়ার রোকনসহ ১৬ ক্রিকেটারের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

গতকাল বুধবার বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল নিজে হোয়াটসআপে দুর্জয়কে ফোন দিয়ে আমন্ত্রণ জানান। সেটা দুর্জয় ও বুলবুল দু’জনই জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় আগেই বিসিবি সভাপতি বুলবুলের কাছে অপারগতা প্রকাশ করেছিলেন যে তিনি আসতে পারবেন না। কাজেই দুর্জয়কে দেখাও যায়নি।

জাগো নিউজের পাঠকরা আগে ভাগেই জেনে গিয়েছিলেন যে, দেশের বাইরে থাকা আকরাম খান, খালেদ মাসুদ পাইলট ও মঞ্জুরুল ইসলাম এবং নিউজিল্যান্ড প্রবাসী আল শাহরিয়ার রোকনও এ অনুষ্ঠানে থাকতে পারবেন না। তাদের দেখা মেলেওনি।

Advertisement

বলে রাখা ভাল, আকরাম খান স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন। একমাত্র ছেলের সাথে কানাডায় কোরবানির ঈদ করা খালেদ মাসুদ পাইলট সেখান অবকাশ যাপন করছেন। মঞ্জুরুল ইসলাম গেছেন চীন। সব মিলে অভিষেক টেস্টের ৫ জন ছিলেন না এই অনুষ্ঠানে।

এআরবি/আইএইচএস