ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয় হয়েছে। ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র দুজন। ওই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ১২ জন।
Advertisement
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে বিষয়টি জানা যায়। এ ঘটনায় বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
ফল বিপর্যয়ের কারণ জানতে স্কুলের প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কাউকে পাওয়া যায়নি। সবার নম্বরই বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘আসলে এমন ফল বিপর্যয়ের ঘটনাটি খুবই লজ্জাজনক। বিদ্যালয়টি আমার ইউনিয়নের মধ্যে হলেও শিক্ষক, কমিটির কোনো লোকজন আমাদের কাছে কোনো কাজেও আসে না।’
Advertisement
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. আউয়াল আকন জাগো নিউজকে বলেন, ‘এমন ফল বিপর্যয় মেনে নিতে কষ্ট হয়। আসলে যেটা মনে হচ্ছে করোনার পর থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। পড়ালেখায় অনীহা। শিক্ষকদের গাফিলতি আছে। শিক্ষকরা শিক্ষার্থীদের পড়ালেখার চাপ দিতে পারেন না। অভিভাবকদের সচেতনার অভাব। সবমিলিয়ে এমন ফল বিপর্যয় হয়েছে।’
এন কে বি নয়ন/এসআর/এএসএম