খেলাধুলা

কপিল দেবের রেকর্ড ভেঙে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন বুমরাহ

কপিল দেবের রেকর্ড ভেঙে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখালেন বুমরাহ

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। বল হাতে দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন ডানহাতি অভিজ্ঞ পেসার।

Advertisement

টেস্টে এ নিয়ে ১৫তম বারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন বুমরাহ। এতে লাল বলের ক্রিকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ভারতের ষষ্ঠ সর্বোচ্চ ফাইফারের কীর্তি গড়েছেন ৩১ বছর বয়সী পেসার।

১৫ বারের মধ্যে ১৩ বারই বুমরাহ ফাইফার পূর্ণ করেছেন বিদেশের মাটিতে, আর মাত্র ২টি হোম কন্ডিশনে। অন্যদিকে জাদেজা তার পুরো বিপরীত। বাঁহাতি স্পিনার ১৩ বার ফাইফার পূর্ণ করেন দেশের মাটিতে, অন্য দুটি বিদেশে।

৭৪ রানে ৫ উইকেট শিকার করে ভারতীয় সাবেক কিংবদন্তি বোলার কপিল দেবের রেকর্ড ভেঙেছেন বুমরাহ। এর আগে বিদেশের মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ ১২ বার ফাইফার পূর্ণ করেছিলেন কপিল দেব। তাকে ছাড়িয়ে গিয়ে ভারতীয়দের মধ্যে বিদেশের মাটিতে এখন সর্বোচ্চ ফাইফারের মালিক বুমরাহ।

Advertisement

এছাড়া ইংল্যান্ডের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারেও কপিল দেবকে পেছনে ফেলেছেন বুমরাহ। ইংল্যান্ডে ৪৩টি উইকেট দখল করেছিলেন কপিল দেব। আজ শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের মাটিতে নিজের উইকেট সংখ্যা ৪৭ এ নিয়ে গেছেন বুমরাহ।

এই তালিকায় সবার ওপরে রয়েছেন ইশান্ত শর্মা। এই পেসার ৪৮টি উইকেট শিকার করেছিলেন। বুমরাহ আছেন দ্বিতীয় স্থানে।

এমএইচ/

Advertisement